৩২ বা ৬৪ বিট জিনিসটা কি
অধিকাংশ মানুষের প্রশ্ন ৩২ বা ৬৪ বিট জিনিসটা কি। একটু সহজ করে বলি। ধরুন আপনি গাড়ি নিয়ে কোথাও যাবেন। দুইটা রাস্তা আপনার সামনে আছে। একটা ৩২ ফুটের এবং আরেকটা ৬৪ ফুটের। বলুন তো কোন রাস্তায় আপনি আরামে যেতে পারবেন? অবশ্যই ৬৪ ফুটের তাই নয়কি। কম্পিউটারের রাস্তা হচ্ছে বিট। বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেই। ধরুন কম্পিউটারে একটি গান চালাবেন। গানটা কোথায় রাখা আছে? হার্ডডিস্কে। হার্ডডিস্ক থেকে তো আর গান চালাতে পারবেন না। তো কি করতে হবে। গানটা প্রথমে র্যামে নিয়ে আসতে হবে। গানটা যে হার্ডডিস্ক থেকে র্যামে আসবে তা যদি ৩২ বিটের রাস্তা দিয়ে আসে তবে তা ভাল হবে নাকি ৬৪ বিটের রাস্তা দিয়ে আসলে বেশি ভাল হবে? প্রশ্নটার উত্তর বোধ হয় দেওয়ার প্রয়োজন আর নাই।
বিট বনাম সফটওয়্যার
আমরা জানলাম প্রতিটা সফটওয়্যারের ভার্সন থাকে। আরো জানলাম সফটওয়্যার ইনষ্টল করতে পিসির বিট চেক করতে হয়।
সফটওয়্যার ইনষ্টলের সময় কেন বিট চেক করতে হয়?
ভাল প্রশ্ন কেন আমরা যেকোন সফটওয়্যার ইনষ্টল করার পূর্বে কম্পিউটারের বিট চেক করবো। প্রতিটা সফটওয়্যারের ভার্সনের সাথে দেওয়া থাকে এটা কত বিটের জন্য বানানো হয়েছে। আরে ভাই আপনি যদি ৩২ ফুটের রাস্তায় ৬৪ ফুটের গাড়ি চালাতে যান তবে সেটা কি সম্বভ? কিন্তু এটা তো সম্বভ ৬৪ ফুটের রাস্তায় ৩২ ফুটের গাড়ি চালানো। তো জেনে নিলাম কেন বিট চেক করা প্রয়োজন।
কম্পিউটারের বিট কি বদলানো সম্বভ?
এবার একটা সত্যি কথা বলি। কম্পিউটারের বিট টা নির্ভর করে কিছু জিনিসের উপর। আপনার কম্পিউটারে যদি ২ জিবির উপরে র্যাম থাকে আপনি চাইলে ৩২ বিটের অপারেটিং সিষ্টেম অথবা ৬৪ বিটের অপারেটিং সিষ্টেম চালতে পারবেন।
 
 
0 comments:
Post a Comment